ভোলায় বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অনশন

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবী নিয়ে প্রেমিক যুবক মোর্শেদের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজ ছাত্রী। আজ বুধবার (১৯ জুলাই) দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের করিমপাড়া এলাকায় প্রেমিক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ওই তরুনী। তরুনী জানান, দক্ষিণ আইচায় চরমানিকা ইউনিয়নের তার বোনের বাড়িতে থেকে এসএসসি পরীক্ষা দেয়ার সময় করিমপাড়া এলাকার হাফেজ মাওলানা সামছুদ্দিনের ছেলে যুবক মোর্শেদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই সময় থেকে প্রায় দেড় বছর যাবত যুবক মোর্শেদের সঙ্গে তার প্রেম প্রনয় চলছে। প্রেমের সুত্র ধরে প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে একাধিক বার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বুধবার প্রেমিক মোর্শেদ তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে তার বাড়ি থেকে পালিয়ে নিয়ে দক্ষিণ আইচা থানার নবীনগর এলাকায় নিয়ে যান। এবং তার সাথে থাকা টাকা পয়সা ও স্বর্ণলংকার হাতিয়ে নিয়ে পালিয়ে যান। এসয়ম দীর্ঘক্ষন অপেক্ষা করেও প্রেমিক মোর্শেদের হদিস না পেয়ে তিনি বিয়ের দাবী নিয়ে ওই বাড়িতে অনশন শুরু করেন। তরুনীর প্রেমিক ও তার পরিবারের সদস্যরা গা-ঢাকা দেয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন