সিরাজুল ইসলাম ঠাকুর গাঁও প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের রুহিয়া থানা শাখার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর পূর্ব ও মধুপুর পশ্চিম ওয়ার্ডের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে ২য় অধিবেশনে ৮নং ওয়ার্ডে বিপ্লব চন্দ্র (লক্ষ্মণ) কে সভাপতি ও রায়দুল রানা(মিস্টার) কে সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ডে জালাল হোসেন কে সভাপতি ও অতুল চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে রুহিয়া ইউনিয়নের ৮ নং মধুপুর পূর্ব ওয়ার্ডের সাধারণ সম্পাদক সীতারাম বর্মন এর সভাপতিত্বে ও ৯ নং মধুপুর পশ্চিম ওয়ার্ডের সাধারণ সম্পাদক অনিমেশ চন্দ্ৰ বর্মন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাসিনুর ইসলাম,রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (মোস্তফা),রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ, রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদিকা লাকী আক্তারসহ রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।