আমিনুর রশিদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডক্টর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) ২০২৩ ইং সকাল ১০ ঘটিকার সময় মৌলভীবাজার রোডের আল-মদিনা কমপ্লেক্সের নিচ তলায় ডক্টর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় ডক্টর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক পৃুলক চক্রবর্তী, ডা.হরিপদ রায়,ডা.প্রদিপ লাল বনিক, ডা, দিপায়ন রায় উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানের জন্য দোয়ার মোনাজাত করেন, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস নিমামী। ডক্টর পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টারে মানুষের সুস্থ সেবার জন্য আছে, বিশেষজ্ঞ ডাক্তার গনের চেম্বার, ২৪ ঘন্টা ডায়াগনস্টিক সার্ভিস, সর্বাধুনিক ডিজিটাল এক্সরে ডিআর (৫০০ এম,এ),৪ ডি আল্ট্রাসনোগ্রাফি,ইকোকার্ডিয়গ্রাফি (কালার), অটো হরমোন এনালাইসিস, বায়োকেমিস্ট্রি, ইলেক্ট্রোলাইট,ইসিজি ১২ চ্যানেল।