ভেড়ামারা চাঁদগ্রাম চাষীক্লাব মাঠে কিশোর ও যুব সংঘের মাঝে ফুটবল উপহার দিলেন সাংবাদিক আজিজুল হাকিম

শান্ত হোসেন ভেড়ামারা প্রতিনিধি

সুস্থ-সুন্দর ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সতেজ মন এবং প্রানবন্ত শরীর গঠনে ক্রীড়া অপরিহার্য। এই লক্ষ্যে ভেড়ামারা উপজেলার পরিচ্ছন্ন ক্লীন ইমেজের সাংবাদিক আজিজুল হাকিম এর উদ্যোগে চাঁদগ্রাম চাষীক্লাব মাঠ প্রাঙ্গণ আজ শুক্রবার বিকেলে এলাকার কিশোর ও যুব সংঘের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

শেয়ার করুন