এস এম নুরুল আমিন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সম্মিলিত সাংবাদিক ফোরাম গঠন ও সকলে একতাবন্ধভাবে কাজ করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সম্মিলিত শিক্ষক সমাজ এর অফিস কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মাইটিভির ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার ৩ টি সাংবাদিক ক্লাবের সদস্যরা। সমাজে সাংবাদিকদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সদস্য ভোরের দর্পন এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান। দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আজিজুল হক, কালবেলার উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক এ এস খোকন। উপস্তিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আরিফ, সাধারণ সম্পাদক আলমগীর স্বপন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মনিরুল ইসলাম, আবু মুসা, নুরুল আমিন, মাহমুদ হাসান, রফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম প্রমুখ। উপজেলার সকল সাংবাদিক দূর্নীতি দমন, হলুদ সাংবাদিকতা সহ সকল অপরাধ নির্মূলে সকলে জোড়ালো ভূমিকা পালন করবে বলে মতামত দেন।