নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রতিবন্ধী কিশোরসহ দুই কিশোর নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবন্ধী এক কিশোরসহ দুই কিশোরের উপর অমানবিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, খালিদ হাসান রুমেল (৩০) ও পাপ্পু পাল (২১)। কুলাউড়া থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে কুলাউড়ার রবিরবাজারের বেঙ্গল ফুডস এর পরিচালক খালিদ হাসান রুমেল প্রতিবন্ধী রুবেল মিয়া (১৭) কে দিয়ে তার প্রতিষ্টানের মালামাল গাড়ি থেকে নামানোর কাজ করান। কাজ শেষে প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়া একটি ট্রাইগার ড্রিংস এর বোতল নিয়ে যাবার সময় বিষয়টি দেখে ফেলেন প্রতিষ্টানের পরিচালক খালিদ হাসান রুমেল।
পরে তার দোকানের কয়েকজন কর্মচারীসহ প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়াকে আটক করেন। এই সময় প্রতিবন্ধী কিশোরের চাচাতো ভাই জিবান আহমদ (১৬) প্রতিবন্ধী রুবেলকে উদ্ধার করতে এগিয়ে আসলে বেঙ্গল ফুডস এর পরিচালকসহ কর্মচারীরা তাকেসহ বেঙ্গল ফুডস এর দুতলায় একটি জিম সেন্টারে নিয়ে গিয়ে বেধড়ক মারপিট করে হাত-পা বেধেঁ আটকে রাখে। পরে রাত ৮টায় ওই জিম সেন্টার থেকে দুই কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে নিয়ে যাওয়া হয়। পরে ব্যবসায়ী নেতৃবৃন্দরা দুই কিশোরের অভিভাবকদের ডেকে এনে সাদা কাগজে স্বাক্ষর রেখে তাদের ছেড়ে দেয়। সেখান থেকে দুই কিশোরকে নিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের চিকিৎসা করান তাদের পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়ার ভাই রাসেল মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নির্দেশে এসআই মো. হারুনুর রশিদ অভিযান চালিয়ে
অভিযুক্ত বেঙ্গল ফুডস রবিরবাজার এর পরিচালক খালিদ হাসান রুমেল (৩০) ও পাপ্পু পাল (২১) নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
প্রতিবন্ধী কিশোরসহ ২ কিশোরকে হাত-পা বেধেঁ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২
শেয়ার করুন