মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
শ্রীমঙ্গলের কৃতি সন্তান সৌরদ্বীপ দাশ শ্রেষ্ট বাংলাদেশের সর্ববৃহৎ“আই কিউ অলিম্পিয়াড” (I.Q.Olympiad) সিলেকশন রাউন্ডের প্রথম ডেটে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে এবং সিলেট বিভাগের মধ্যে একমাত্র প্রতিযোগী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছে।
সৌরদ্বীপ শ্রীমঙ্গলে নব-প্রতিষ্ঠিত নটরডেম স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। ইতোপূর্বে সে শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ এ কুইজ প্রতিযোগিতায় উপজেলায় ১ম ও জেলা পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছে। এছাড়াও সে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিদ্যালয়ে সে সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে।
সে শ্রীমঙ্গলের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী সুমন দাশ ও বাণী দাশের একমাত্র পুত্র। পিতা সুমন বলেন, আমাদের প্রচেষ্টা রয়েছে, সে যেন মেধাবান হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। আমরা কৃতজ্ঞ তার সকল শিক্ষা গুরুদের প্রতি এবং প্রশাসনিকভাবে তাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। শ্রীমঙ্গলবাসীর আশির্বাদে সে আরও এগিয়ে যাবে এবং শ্রীমঙ্গলের সুনাম অক্ষুণ্ণ রেখে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এই কামনা করছি।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা অবস্থানরত নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত ক্রুশ, সিএসসি মুঠোফোনে বলেন, আমাদের নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই শিশুটির অর্জন বিশাল একটা কিছু। শিশু সৌরদ্বীপ দাশ শ্রেষ্ট আমাদের গর্বীত করেছে এবং প্রতিষ্ঠানে গৌরবের পালক লাগিয়েছে। পাশাপাশি অন্যান্য শিশুদের মাঝেও আগ্রহের সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বীত। ওর প্রতি এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই এমন উদ্যোগ গ্রহণ করে বাচ্চাটিকে সাহসী করে গড়ে তোলার জন্য। আমি শুধু আমার প্রতিষ্ঠানের নয় শ্রীমঙ্গলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিবাবকদের বলবো, সকল শিক্ষার্থীরা যেন এসব সুযোগ গ্রহণ করে তাদের যোগ্যতা, বুদ্ধিমত্তা এবং সাহসিকতাকে প্রমান করতে সচেষ্ট হয়।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ শ্লোগানকে বাস্তবায়িত করার স্বদিচ্ছাকে আমি সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের মেধাবান করার জন্য ট্যাব বিতরণ করা হচ্ছে। একই সাথে বর্তমান সরকার বাংলাদেশকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নতুন কারিকুলাম শুরু করেছে। এই কারিকুলামে আইটি সেক্টরকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। এর ফলে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই অনেক কিছু পেয়ে যাচ্ছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, এক কথায় আমি বলবো, আমরা আনন্দিত। সৌরদ্বীপ দাশ শ্রেষ্ট তার শ্রেষ্ট প্রমান করে আমাদের শ্রীমঙ্গলবাসীকে গর্বিত করেছে। তাকে এবং তার পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা তার পাশে আছি থাকবো এবং যে কোন প্রয়োজনে তার জন্য আমাদের হাত প্রশারিত থাকবে।
এই অর্জনে আনন্দিত হয়ে মৌলভীবাজারে জেলা প্রশাসক উম্মে বিনতে সালাম বলেন, এটি আমাদের মৌলভীবাজারবাসীর জন্য অত্যন্ত আনন্দের। শিশু সৌরদ্বীপ দাশ শ্রেষ্ট আমাদের গর্বীত করেছে। মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সে ভালো করেছে এবং অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সাফল্যের জন্য জেলা থেকে তাকে সংবর্ধিত করা হবে।