সিরাজুল ইসলাম হরিপুর ঠাকুরগাঁওঃ
ঠাকুর গাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের উদয়পুর স্কুল হাট গ্রামের বরেন্দ্র কতৃপক্ষের গভীর নলকূপের ট্রান্সফরমারের মালামাল কে বা কাহারা শুক্রবার রাতে চুরি করে নিয়ে যাই পরে শনিবার সকালে স্থানীয় এক কৃষকের দ্বারা খবর পাই ডীপের মালিক আব্দুল বারেক মন্টু আব্দুল বারেক মন্টু বলেন আমি সকালবেলা খবর পাই যে আমার গভীর নলকূপের ট্রান্সফরমারের তিনটি মালামাল কে বা কারা চুরি করে নিয়ে গেছে এ ঘটনায় ইউপি সদস্য মিঠু বলেন আমাকে চুরির বিষয়ে অবগত করেছেন যারা এ কাজটা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি স্থানীয় কৃষক আব্দুর রশিদ বলেন এই গভীর নলকূপে আমার প্রায় দশ বিঘা জমি রয়েছে এবং এই গভীর নলকূপেপ্রায় ২০০ জন গ্রাহক রয়েছে একে তো অনাবৃষ্টি তারপরও কারেন্ট থাকে না এরপর আবার চুরি এখন আমরা নিরুপায় হয়ে পড়েছি বিষয়টি বালিয়াডাঙ্গী থানার মাধ্যমে সুস্থ তদন্ত করে যারা চুরি করেছে তাদের আইনের আওতায় আনা হোক এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।