ভেড়ামারায় সর্বস্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্ত হোসেন ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা পৌরসভার অডিটোরিয়ামে ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কুষ্টিয়ার ভেড়ামারা শহরের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রেল বাজার বনিক সমিতির নির্বাচন বিষয়ক আলোচনা অন্তে সিদ্ধান্ত হয় যে, আগামী ৩ দিন পর একটি এ্যাডহক কমিটি ঘোষিত হবে। ৩ কার্য দিবস পর নির্বাচনকালীন আহ্বায়ক কমিটি নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে মর্মে ঘোষণা করা হয়। এদিকে ব্যবসায়ীদের বিভিন্ন পক্ষ থেকে জমা পড়েছে তিনটি প্যানেল। এই তিন প্যানেল থেকে সদস্য নির্বাচিত করা হবে। অনেক সদস্যের একাধিক প্যানেলে নাম রয়েছে। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহুরুল ইসলাম, রেলবাজার বণিক সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবু দাউদ, ব্যবসায়ীক নেতা মোসাদ্দেকুর রহমান সাধারণ সভায় বক্তব্য রাখেন। এর আগে ব্যবসায়ীক নেতা মোসাদ্দেকুর রহমান এর নেতৃত্বে একযোগে ব্যবসায়ীরা সভাস্থলে আসে। সেখানে তারা ব্যবসায়ী বান্ধব কমিটি ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেন।

শেয়ার করুন