লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা

 

আব্দৃস সামাদ,লালমনিরহাট:

“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কতৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মৎস্য চাষি,উদ্দোক্তা, খামারি,ব্যাংক প্রতিনিধি,ব্যবসায়ী,এনজিও প্রতিনিধি,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই (সোমবার) সকাল ১০ টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা খাতুন। জেলা মৎস্য কর্মকর্তা ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাজনুন নাহার মায়া,কবি সাহিত্যিক ও সমাজসেবী ফেরদৌসী বেগম বিউটি,জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত মৎস্য চাষি হারুন -অর-রশিদ,ইউসিবি ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা রোবায়েত সাইফুল ইসলাম প্রমূখ। এসময় জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা -কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন