মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৩ জুলাই, রবিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের বিপরীতের ইউ-টার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৈয়দ এনামুল শাহ (৩৬) ও আল মামুন (২৬)। এদের মধ্যে এনামুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে এবং আল মামুন বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মামুন মোটরসাইকেল চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের বিভাজকে উঠে গিয়ে ছিটকে পড়ে দু’জন গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন। আর এনামুলকে সেখানে থেকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে মারা যায় সে।