তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন আ”লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান শিক্ষক আব্দুল হান্নানকে সভাপতি ও আতাউরকে সম্পাদক করা হয়েছে। এছাড়াও একই মঞ্চে ইউপি যুবলীগের সভাপতি করা হয় মেম্বার সেলিম উদ্দিনকে ও সম্পাদক করা হয় মেম্বার আলিম উদ্দিনকে, ইউপি কৃষকলীগের সভাপতি করা একরামুল হককে ও সম্পাদক করা হয় আরিফকে, যুব মহিলালীগের সভাপতি করা হয় সুমি খাতুনকে সম্পাদক করা নিলা বেগমকে ও ইউপি ছাত্রলীগের সভাপতি করা হয় সামিউল ইসলামকে এবং সম্পাদক করা হয় সৈয়দ মাহমুদ শাওনকে। সোমবার বিকেলের দিকে ইউপির সরনজাই স্কুল মাঠ চত্বরে ইউপির সাবেক সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধূরী। ইউপি আ”লীগের সাবেক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আ”লীগ নেতা আবুল বাসার সুজন, কৃষকলীগের সভাপতি প্রধান শিক্ষক রাম কমল সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান মহিলালীগ সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষকলীগ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, বাধাইড় ইউপি চেয়ারম্যান ইউপি সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপি সেচ্ছাসেবকলীগ সভাপতি তানভীর রেজা প্রমুখ। এসময় আ”লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।