মাদক ব্যবসায়ী কবিরের নারী নিয়ে কুকীর্তির ভিডিও ফাঁস

ঢাকা জেলা প্রতিনিধি

ভিডিওটিতে দেখা যাচ্ছে সাভার পৌর ভাগলপুর এলাকায় তার বাসায় দুইজন নারী ও একটি পুরুষ কে নিয়ে ইয়াবা সেবন করছে মাদক ব্যবসায়ী কবির (ওরফে ফিটিং কবির)। মাদক ব্যবসায়ী কবির (৪৫) সাভার থানাধীন পৌর ভাগলপুর এলাকার মৃত আরজ আলী ছেলে। ভিডিওর দেখে এলাকাবাসী উল্লেখ করেছেন, বর্তমানে তরুণ তরুণী যে হারে মাদক সেবন করে নিজেকে ধংশ করে দিচ্ছে। এখুনি সময় এদের কে মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে তাহলে সম্ভব হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বলেন , মাদক সেবনকারী এরা নিজেরাই নিজের শত্রু এদের ছবি দেখে চিহ্নিত করে প্রশাসনের প্রতি অনুরোধ রইল এদের জেলহাজতে প্রেরণ করা হোক তা না হলে আগামী প্রজন্ম এদের মতই ধ্বংস হয়ে যাবে। আর মাদক চোরাকারবারীদের নতুন আইন করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এছাড়া অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা। স্থানীয়রা বলেন, কবির একজন মাদক ডিলার সে দীর্ঘদিন থেকে মাদকের সাথে জড়িত। সাভারে বিভিন্ন স্থানে ইয়াবা,হিরোইন ও গাজা পাইকারী সরবরাহ করে। এর আগে র‌্যাব ও পুলিশ হাতে একাধিকবার আটক হলেও এসে তার পুরোনো পেশায় জড়িয়ে পড়ে। কবির নারী দিয়ে দেহ ব্যবসা সহ মাদকে একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। এছাড়া সাভারে জুয়ার গুলিতে কবির মাষ্টার হিসেবে পরিচিত। জুয়া খেলায় পারদর্শী। মাদকের ব্যবসা করে বর্তমানে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছে কবির। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন,সাভারে তার ২টি বাড়ি, মাদক সরবরাহ করার জন্য গাড়ি।

শেয়ার করুন