উওম কুমার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল আওয়াল, জেলা পরিষদের সদস্য সাহিবা শবনম কেয়া,উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিকী কামাল, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুহাং একরামুল হক প্রমুখ। পরে অনুষ্ঠানে অতিথিরা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ বিভিন্ন প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।