সিরাজুল ইসলাম ঠাকুর গাঁও জেলা প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ৷ এই প্রতিপ্রাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৫শে জুলাই ২০২৩ইং রোজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য রেলি,আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরুস্কার বিতরনি,মাছের পোনা অবমুক্তকরন সহ জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না,বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াসিন আলী এমপি ও সাবেক জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত ৩০১ আসন সেলিনা জাহান লিটা এমপি, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম আরোও বক্তব্য দেন রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম৷ এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও মৎস্য চাষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম৷