মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। ২৫ জুলাই মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও – ১ আসনের মাননীয় সাংসদ,পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভবনের শুভ উদ্বোধন করেন ও পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জনাব অরুণাংশু দত্ত টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জনাব মুুহাঃ সাদেক কুরাইশী চেয়ারম্যান ঠাকুরগাঁও জেলা পরিষদ ও সভাপতি ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ, জনাব নজরুল ইসলাম স্বপন সম্পাদক এাণ ও সমাজ কল্যাণ বিষয়ক ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ,জনাব মোঃ মোশারুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের সভাপতি জনাব আব্দুল মজিদ আপেল,পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, পৌর কাউন্সিলর জনাব ওয়ালিউর রহমান অলি। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দীপেন্দ্রনাথ ঝাঁ। আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী ইকবাল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী,শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম দুলাল ও সহকারী শিক্ষক জনাব মোঃ তোয়াবুর রহমান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৭৬ লক্ষ ৪৩ হাজার ৭০০শত টাকা ব্যয়ে নবনির্মিত ভবনটি নির্মাণ করা হয়।