মো:ফাহিম মোল্লা,চরফ্যাশন(ভোলা):
ভোলার চরফ্যাশনে চলন্ত বাস থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের খপ্পরে পড়া অজ্ঞান অবস্থায় এক বাসযাত্রীকে উদ্ধার করা হয়। সোমবার দুপুর ২টার দিকে চরফ্যাশন টু দক্ষিণ আইচা যাওয়ার পথে উত্তর আইচা বাজারে একটি বাসে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো বরিশাল বন্দর থানার চর কাউয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ আবদুর রব হাওলাদারের ছেলে মাসুম ও বানারীপাড়া থানার উদয়-কাঠি গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের ছেলে মো.ফারুক। উদ্ধার হওয়া বাস যাত্রী চরফ্যাশন উপজেলার রসুলপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত নাসির আহম্মদের ছেলে আবুল কালাম। বর্তমানে সে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এনামুল হক জানান, ভিকটিম কালাম বাস যাত্রী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ির ফেরার জন্য বাসে উঠেন এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা ব্যাংক থেকেই তাকে ফলো করে তারাও ওই বাসে উঠে। পরে কৌশলে ওই যাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে তার সর্বস্ব হাতিয়ে নেন। ওই যাত্রী অজ্ঞান হয়ে পড়লে বাসের অন্যান্য যাত্রীরা টের পেয়ে তাদের আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করেন। তিনি আরও জানান, এ সময় হাতিয়ে নেওয়া নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে উদ্ধারকৃত টাকা ও অভিযুক্ত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।