নগরকান্দায় বিষ খাওয়াইয়া শিশু হত্যার অভিযোগ

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

:ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিষ (ট্যাক বিষ) খাওয়াইয়া জান্নাতি নামে (৭) এক কন্যা শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২১ জুলাই রবিবার উপজেলার চরযশোরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের বাবলু শেখের মেয়ে জান্নাতি কে তার আপন ভাই নান্নু শেখ এর মেয়ে নাজমিন (১৫) কর্তৃক ট্যাক বিষ খাওয়ালে অসুস্থ হয়ে পড়ে জান্নাতি।প্রথমে নগরকান্দা হাসপাতালে ভর্তি করে সেখানে তিনদিন থাকার পর জান্নাতির অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।ফরিদপুর মেডিকেল কলেজ ৃহাসপাতাল থেকে ২৫ জুলাই মঙ্গলবার বাড়িতে নিয়ে আসলে পুনরায় আবারও অসুস্থ হয়ে পড়ে জান্নাতি। ঔদিনই জান্নাতিকে ঢাকা নিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। থানায় অভিযোগ করার পর পুলিশ নান্নু শেখ এর স্ত্রী সান্তি বেগম (৬০) ও তার বড় মেয়ে জাহানারা (৩৫) কে আটক করে।স্থানীয় লোকজন ও নিহতের পিতা বাবল শেখ বলেন,মোবাইলে তার ছোট ভাই টুলু শেখ বিদেশে থেকে ১ লাখ টাকা পাঠায়।।টাকা পাঠানোর খবর তার ফুপু নাজমিন জানতে পারে এবং কৌশলে মোবাইল সহ জান্নাতিকে তাদের বাড়িতে ঠেকে নেয় এবং হত্যার উদ্দেশ্যে বিষ ( ট্যাক বিষ) খাওয়ায় বলে জানান। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন অভিযোগের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে লাশের সুরতহাল রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত অন্যরা বাড়ি ছেড়ে পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন