আশুলিয়ায় সরকারী জমি উদ্ধার

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় প্রায় আট কোটি টাকা মুল্যের সরকারী জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সকালে আশুলিয়ার বাইপাইল মৌজায় এ সরকারী জমি উদ্ধার করা হয়। সাভার উপজেলা প্রশাসন জানায়,দীর্ঘদিন ধরে এক শ্রেণীর মানুষ বাইপাইল মৌজায় প্রায় আট কোটি টাকা মুল্যের সরকারী জমিতে ঘর বাড়ি নির্মাণ করে দখল করে আসছিলেন। পরে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের নির্দেশে সেখানে শ্রমিকদের নিয়ে ঘর বাড়ি ভেঙে সরকারী জমি উদ্ধার করেন আশুলিয়া রাজ¯^ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম সোহাগ। দীর্ঘ দিন পরে হলেও সরকারী জমি উদ্ধার করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। এসময় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামসহ আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সাভারে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক সমাবেশ ও বি¶োভ মিছিল করেছে পোশাক শ্রমিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন। সকালে সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে এ শ্রমিক সমাবেশ ও বি¶োভ মিছিল করেন সংগঠনটি। সমাবেশ ও বি¶োভ মিছিলটিতে সভাপতিত্ব করেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাক শ্রমিকদের কষ্টের কথা তুলে ধরে অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান। এছাড়াও শ্রমিক নেতারা পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ নির্ধারণ, নারী ও শিশু নিরাপত্তা, শি¶া, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ৬ মাস আইন পাস করা, ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার শ্রম আইন নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নন, শ্রম আদালতে দায়ের করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন