মো: শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
পূর্ব শক্রতার জের ধরে ঢাকার ধামরাইয়ে এক কৃষকের জমির লাউগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ২৮ জুলাই, শুক্রবার সকালে জমিতে লাউ গাছ কাটা দেখতে পেয়ে অসহায় ওই কৃষক ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী জানায়, ধামরাইর রোয়াইল ইউনিয়নের খরারচর গ্রামের কৃষক শফি সিকদার ব্যাংক থেকে ঋণ নিয়ে এক বিঘা জমিতে লাউ গাছ রোপণ করেন। লাউ গাছে ফলন ও ভাল হয়। কিন্তু রাতে দুর্বৃত্তরা ওই কৃষকের লাউ বিক্রি করার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে ক্ষেতের সব লাউ গাছ কেটে দেয়। সকালে তিনি জমিতে গিয়ে লাউ গাছ কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন। পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ওই কৃষক। ব্যাংকের কিস্তি দেয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। লাউ গাছের সাথে এমন শক্রতা করায় দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। খবর পেয়ে সকালে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।