নৌকার মনোনয়ন প্রত্যাশী পরিচয়ে মাঠে নেমে হতাশ রাব্বানী!

সারোয়ার হোসেন,তানোর:

উত্তরবঙ্গের মধ্যে আলোচিত ও গুরুত্বপূর্ণ সংসদীয় আসন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী)। বর্তমানে আসনটির অভিভাবক রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। কিন্তু এবার এ আসনে ফারুক চৌধূরীর বিরুদ্ধে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে একাধিক ভুয়া বগি আওয়াজ উঠানো নেতা ও নেত্রীদের শুরু হয়েছে মাঠে দৌড়ঝাঁপ।এদের মধ্যে রয়েছে দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ফেল করা গোলাম রাব্বানী। মাঠে নেমে রাব্বানী তার পক্ষে কোন জনমত সমর্থন না পেয়ে হতাশ হয়ে পড়েছেন বলে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে অভিযোগ উঠেছে। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, রাব্বানী এ আসনে যেকোন মূল্যে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর ব্যক্তি ইমেজ নষ্ট করে নৌকা ডোবাতে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত বিএনপির সাথে গোপন আঁতাত করে তাদের অর্থের বিনিময়ে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে অপচেষ্টা চালাচ্ছেন রাব্বানী। ফলে বিদ্রোহীর গডফাদার রাব্বানীর এমন ভুয়া বগি অপপ্রচারনায় ব্যাপক ক্ষিপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। এতে করে যেকোন সময় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা ভুয়া প্রার্থীদের দিতে পারে গণধাওয়া। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার বলেন, বর্তমানে আসনটির অভিভাবক সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধূরী। তিনি এ আসনে পরপর চারবার মনোনয়ন পেয়ে তিনবার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছেন। তানোর গোদাগাড়ী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এমপি তার সর্ব্বোচ সকল মেধা যোগ্যতা দিয়ে সফল পরিশ্রমের মাধ্যমে খুব সহজে কম সময়ের মধ্যে হয়ে উঠেছে দলমত নীর্বিশেষে সবার কাছে জনপ্রিয় এমপি ওমর ফারুক চৌধূরী। তিনি আরো বলেন, কথায় আছে নিজের চাইতে পর ভালো পরের চাইতে জঙ্গল আরো ভালো। বর্তমানে ঠিক তেমনি অবস্থা রাজশাহী- ১ আসনটি জুড়ে। বেশকিছু নিজ দলের কথিত নেতারা নিজেদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও নেতাকর্মীদের সাথে সেচ্ছাচারিতার জন্য আজ নিজ ঘরে পরোবাসী হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। এজন্য দিশেহারা বির্তকিত নেতারা কোন রাস্তা খুজে না পাওয়ায় তারা একত্রিত হয়ে জামাত বিএনপির সাথে গোপন আঁতাত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত বিএনপিকে বাস্তবায়ন করতে ফারুক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচারে মরিয়া হয়ে উঠেছে। এসব বগি আওয়াজ উঠানো ভূয়া প্রার্থীদের জন্য আজ আওয়ামী লীগের সম্ভাবনাময় গোছানো ভোটের মাঠ নষ্ট হচ্ছে বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন