মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৮ জুলাই, শুক্রবার ভোর রাতে আশুলিয়ার তাজপুর থেকে তাকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, ভোর রাতে তজিবুর রহমান সরকারকে তার অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সকালে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল্লাহিল কাফি।