সাংবাদিক হত্যাচেষ্টা মামলার ৪ আসামি গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনে সাংবাদিক তৈয়্যবুর রহমানকে পিটিয়ে হত্যাচেষ্টা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হওয়ার একদিন পর বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ৮ টার দিকে লালমোহন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা লালমোহন ও তজুমদ্দিন এলাকার স্থায়ী বাসিন্দা। গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,‘বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌর শহর এলাকা থেকে আসামি রিয়াদ হোসেন (হান্নান) ও হোসেন হাওলাদারসহ ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’ মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১০টার দিকে চরফ্যাশন থেকে লালমোহনে আসার পথে করতারহাট-সংলগ্ন ফুলবাগিচা রাস্তায় পরিকল্পিতভাবে তৈয়্যবুর রহমানের পথরোধ করে হান্নান ও হোসেন হাওলাদারের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। তারা দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারতে থাকে। তৈয়্যবুর রহমান নিজেকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার পিঠে চাপাতি দিয়ে কোপ দেয় এবং তার মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তৈয়্যবুর রহমানকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় ২৬ জুলাই আহত সাংবাদিক তৈয়্যবুর রহমান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। আহত সাংবাদিক তৈয়্যবুর রহমান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিন চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

শেয়ার করুন