রানীশংকৈলে লোকসংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায়”ইতি আক্তারকে সংবর্ধনা

সিরাজুল ইসলাম ঠাকুর গাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইতি আক্তার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ইং অংশগ্রহণ করেন৷লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় শিক্ষামন্ত্রী দিপু মণি নিজ হাতে ইতি আক্তারকে চ্যাম্পিয়ন এর স্মারক তুলে দেন। ইতি আক্তার ঠাকুরগাঁ জেলার রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডের নজরুল ইসলামের মেয়ে। সে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের ছাত্রী। সংগীত বিদ্যালয়ের আয়োজনে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ২৮শে জুলাই ২০২৩ইং রোজ শুক্রবার সংগীত বিদ্যালয়ের চত্বরে সন্ধ্যা ৭টায় । সংগীত বিদ্যালয়ের সভাপতি সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াসিন আলী এমপির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সংরক্ষিত ৩০১আসন সেলিনা জাহান লিটা এমপি,উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহাম্মেদ,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম,আঃলীগ সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বিপ্লব,সংগীত বিদ্যালয়ের সম্পাদক প্রভাষক কুমার মোদক,রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি (পুরাতন) অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানসাহ ইকবাল,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।বক্তব্য শেষে ইতি আখতার কে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা বলেন ইতি আক্তার বৃহত্তর দিনাজপুর জেলার গর্ব,আমাদের রাণীশংকৈল ও ঠাকুরগাঁও এর গর্ব। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।

শেয়ার করুন