কালমায় ইউপি চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্টিত

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না কলমা ইউপি বাসীর ভালোবাসায় সিক্ত হলেন। চলতি মাসের ( ৮ জুলাই) হঠাৎ করে বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন চেয়ারম্যান ময়না। তিনি বেশ কিছুদিন যাবত ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসা শেষে আল্লাহুর রহমতে বর্তমানে সুস্থ হয়ে তানোরে আছেন তিনি। এতে করে উপজেলা বাসীর দোয়ায় চেয়ারম্যান ময়না আরোগ্য লাভ করায় চলতি মাসের (২৯ জুলাই) বিশাল ভাবে কলমা ইউপিবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলমা বাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চেয়ারম্যান ময়না। এসময় তিনি কলমা ইউপিসহ তানোর উপজেলা বাসীর কাছে কৃতজ্ঞতা যাপন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কলমা ইউপি বাসী তথা তানোর উপজেলা বাসীর সাথে থাকবেন বলে জানান। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,কামারগাঁ ইউপি আওয়ামী লীগের দক্ষিণের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ ও উত্তর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক,পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুরিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,উপজেলা আওয়ামী লীগ নেতা মুনসেফ আলী, প্রধান শিক্ষক জিল্লুর রহমান,কলমা ইউপি পশ্চিম আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান,পূর্ব আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল সরকার,ইউপি আওয়ামী লীগ নেতা আবু সাঈদ,কলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ,কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুর্শেদুল মোমিন রিয়াদ সহ বিভিন্ন ইউপি থেকে আসা আওয়ামী লীগ সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ গন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন