সিরাজুল ইসলাম হরিপুর ঠাকুর গাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আদম আলী (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার দুই নং চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রামে গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। আদম আলী ওই এলাকার মৃত খায়রুল আলমের ছেলে। আদম আলীর স্ত্রী মঞ্জুরা বেগম জানান, গতকাল শনিবার গভীর রাতে আমাদের দুই জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। গভীর রাতে মঞ্জুরা বেগমকে ধাক্কা দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন আদম আলী। পরে আর দরজা খোলেননি। ভোরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলিপ চ্যাটার্জী বাবু বলেন, একাধিক বিয়ে করেছেন আদম। স্ত্রীদের সঙ্গে প্রায় ঝগড়া লেগে থাকত। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ কাফন দাফনের অনুমতি দেওয়া হয়েছে।