শ্রীমঙ্গলে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অুষ্টিত


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিএনপির আগুন, নৈরাজ্য,ভাঙচুর ও সাধারণ মানুষের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির আগুন, সন্ত্রসী ও নৈরাজ্যের প্রতিবাদে ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে শ্রীমঙ্গল আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, মৎস্য জিবি লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে স্থানীয় চৌমুহনী চত্তরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

 

শেয়ার করুন