সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে রাস্তার ব্রীজের পাশে হাত- পা বাধা অবস্হায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানায়, আজ রবিবার ভোর সকালে বারআউলিয়া মহাসড়কের পাশে হাত পা বাধন অবস্হায় অজ্ঞাত (২২) যুবকের লাশ পড়ে আছে স্হানী সাংবাদিক কামরুল ইসলাম দুলু মোবাইলে জানালে সঙ্গে সঙ্গে টহল পুলিশ পাঠাই,লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য চমেক মর্গে প্রেরন করা হয়।এ সংবাদ পিবিআই খবর পেয়ে তারাও ঘটনাস্হলে এসে ফিঙ্গার চাপ নেন,তারাও ছায়া তদন্ত করবেন বরে জানান। স্হানীয় সাংবাদিক দুলু বলেন,ফজরের নামাজ শেষে বাড়ী ফেরার পথে মোবাইল আসে রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে হাত পা বাধা,তখনি ঘটনাস্হলে এসে পুলিশকে খবর দেই,পুলিশ এসে সুরতহাল করে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে কোথাও তাকে হত্যা করে গাড়ীতে করে এখানে ফেলে যায়।