বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণ

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদে ৩০/০৭ /২০২৩ইং রোজঃ রবিবার সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকাল ৪:০০ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৭নং আমজানখোর ইউনিয়নের গরিব ও অসাহায় মানুষের মাঝে সরকার কর্তৃক ভরতুকি মুল্যে ২কেজি তৈল ২কেজি ডাউল ৫কেজি করে চাল ৪৭০টাকা মুল্য।বিসমিল্লাহ ঢ্রৌডাসের মাধ্যমে ১৬২৯জন উপকারভোগীর মাঝে টিসিপির পণ্য বিতরণ করা হয়। এসময় ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদের চোয়ারম্যান জনাব মোঃ আকালু ও টিসিপির ডিলার ও ২নং চাড়োল ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক জনাব মোঃরোকুনুজ্জামান সাইদী এবং আমজানখোর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। টিসিপির উপকারভৌগীরা জানান মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া উপহার হিসাবে কম দামে টিসিপির পণ্য পেয়ে আমরা খুবই আনন্দিত।

শেয়ার করুন