রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে ঠাকুরগাঁও পৌরসভার আনন্দ র‌্যালি

মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
২ আগষ্ট বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আগমন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। সোমবার পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার নেতৃত্বে পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। “শেখ হাসিনা আসছে বলে, রংপুর চলো দলে দলে” এই শ্লোগানে পৌরসভার কনফারেন্স রুমে বিষয়ের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, নাজিরা আক্তার স্বপ্না, মহিলা আ’লীগের সভাপতি ও কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, মানিক হোসেন, দোলন কুমার মজুমদার, পৌর কর্মচারী সংসদের সভাপতি জিএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ। এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।
শেয়ার করুন