সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
আদালত সংশ্লিষট সূএ জানায় চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ৭ নং কুমিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সোনার পাড়া রফিক মেম্বারের বাড়ির আব্দুল সালাম বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ৬ এ সি আর মামলা নং২৬৩ /২৩ দায়ের করেন। আদালত পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, এম সি রিপোর্ট, তদন্ত রিপোর্টের পর্যালোচনা করে পেনাল কোটের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/৩৪ দন্ডবিধ ধারার অপরাধে ৫ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। ১নং আসামি একই এলাকার সোনার পাড়ার সাবেক মেম্বার মোহাম্মদ শামসুল আলম (৫০)পিতা মৃত জেবল হোসেন ২ নং আসামি (শামসুল আলমের) ভগ্নিপতি মোঃ কামাল হোসেন (৫৫)পিতা শাহ আলম।দুই আসামি ওয়ারেন্ট ইসু হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং জনাব বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের আদালতে মামলা নং৩০৬৭২/২৩ দায়ের করে। হাইকোর্ট ছয় সপ্তাহের সময় এবং মাননীয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রামের কাছে আত্মসমর্পণের আদেশ দেন । এই আদেশের সময় শেষ হলে মাননীয় জেলা জজ আদালতে ফৌজদারি মিছ মামলা দায়ের করেন যাহার মিছ মামলা নং ২৭৩১/২৩ ইং অদ্য ৩০/৭/২৩ ইং তারিখ জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইবুনাল ১ চট্টগ্রাম এর মাননীয় জজ জনাব আজিজ আহমদ ভূঁইয়া শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পিপি মহোদয় এডভোকেট শেখ ইফতেখার সাইমন চৌধুরীর যুক্তি তর্কের মাধ্যমে আদালত ২ আসামিকে C W মূলে জেল হাজতে প্রেরণ করেন । এই বিষয়ে সীতাকুন্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অফিসার আবু সাঈদ জানান, বাদী আব্দুল সালাম নিজ ঘরের সামনে দোতলার সিঁড়ি ঘর নির্মাণের জন্য কাজ শুরু করলে আসামিগণ কাজ বন্ধ করে দিয়ে চাঁদা দাবি করে। বাদী প্রতিবাদ করলে আসামিগণ গত ২২/৩/২৩ ইং সকাল ১০ ঘটিকায় বাদিকে হত্যার উদ্দেশ্য কোদাল ও কিরিছ দিয়ে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে এবং রড ও লাঠি দিয়ে আঘাত করে ডান হাত ভেঙ্গে দেয়। পরিবারের অন্যান্য সদস্যদের কেও মেরে হাত-পা ভেঙে আহত করে।প্রত্যেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আদালতে মামলা করেন বাদী।এ ঘটনায় বাদী পক্ষের ওকিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি সিনিয়র এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত মহানগর পাবলিক পসিকিউটর সিনিয়র এডভোকেট উত্তম কুমার দত্ত ও এডভোকেট লাকি আক্তার জানান, আসামিরা দলবদ্ধ, দাঙ্গা হাঙ্গামা প্রিয়, চাঁদাবাজ জুলুমবাজ এবং ভূমিদস্য প্রকৃতির লোক হন।তাহারা প্রতিনিয়ত আইন গহিত কার্যকলাপের সহিত লিপ্ত থাকিয়া নানাহ অপরাধ মূলক কর্মকাণ্ড করিয়া থাকেন,এই মামলায় আসামিরা জামিন অযোগ্য ধারায় অপরাধ করিয়াছেন প্রমাণিত হওয়ায় আদালত C W মূলে জেলহাজতে পাঠিয়েছেন। এ ব্যাপারে বর্তমান ওয়ার্ড মেম্বার মোহাম্মদ রফিক জানান আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত প্রধান আসামি শামসুল আলম জাসদের আমল থেকে ভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করিয়া আসিয়াতেছে, সে একজন ভূমি দুস্য, নারী লোভী, জোর জবর দখলকারী, সন্ত্রাসী গ্রুপের লিডার। সে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করে পার পেয়ে গেলও এবারের অপরাধ এত গুরুতর ছিল যে শেষ পর্যন্ত জেলে যাওয়া লাগলো। এই দুই আসামি জেলহাজতে যাওয়ায় বাদীর পরিবার,এলাকার মানুষ ও ভুক্তভোগী পরিবাররা স্বস্তি প্রকাশ করে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন এবং আসামীদ্বয়ের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।