হরিপুরে বঙ্গবন্ধু ওবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ এর ফাইনাল পুরষ্কার বিতরণ

 সিরাজুল ইসলাম ঠাকুর গাঁও
ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলায় অদ্য৩১/৭/২৩ইং তারিখ সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিকাল৪ঘটিকায় বঙ্গবন্ধু ওবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জনাব মোঃ দবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, মহিলা ভাইস চেয়ারম্যান, মোতাহারা পারভীন সুমি, জনাব মোঃ এস এম আলমগীর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, নগেন কুমার পাল সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ হরিপুর উপজেলা শাখা, হরিপুর মসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শহিদুল হক,হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জামাল উদ্দিন সরকার উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান,উক্ত ফুটবল টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।
শেয়ার করুন