মোঃফাহিম মোল্লা , চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনের চর নিজামের সাগর মোহনায় ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবিতে আহত জেলে আলমগীর হোসেন মারা গেছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আলমগীর চর নিজামের মানির মাঝির ট্রলারের জেলে ছিলেন। তিনি ওই গ্রামের আবদুল বারেকের ছেলে। ঢাল চর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, ৯জন মাঝি নিয়ে মনির মাঝির ট্রলারটি শনিবার রাতে চর নিজাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণের সাগর মোহনায় মাছ শিকারের উদ্দেশ্যে রওনা করে। তীব্র ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে ট্রলারটি ডুবে যায়। অন্য ট্রলারের মাঝিরা ৯ জেলেসহ ট্রলারটি উদ্ধার করেন। তাঁদের মধ্যে আলমগীর মাঝি মাথা ও নাকে আঘাত পান। স্থানীয়ভাবে তাঁর চিকিৎসা চলছিল। রোববার রাতে তাঁর অবস্থার অবনতি হয়। ট্রলারে করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।