উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রেসিডেন্সিয়াল স্কুল ও মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা প্রদান

চরফ্যাশন(ভোলা):

ভোলার চরফ্যাশনে চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল ও মাদ্রাসার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হককে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সকাল ১১টায় চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার পরিচালক ও রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান এবং চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম সবুজের নেতৃত্বে রেসিডেন্সিয়াল মাদরাসার পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ সহ তাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন। জনাব নওরীন হক চরফ্যাসন উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাফ তাকে রেসিডেন্সিয়াল মাদ্রাসা ও রেসিডেন্সিয়াল কলেজের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সম্মানিত সভাপতি চর মাদ্রাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন সরমান মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল মজিদ, মাদ্রাসার শিক্ষক ও স্কুল এন্ড কলেজের শিক্ষকগণ।মডেল মাদ্রাসা এবারের শতভাগ ফলাফল অর্জন করেছে এবং উপজেলায় সর্বোচ্চ জিপিএ ৫ সাতজন ছাত্রছাত্রী অর্জন করেছে। এবং চরফ্যাশন উপজেলার ভিতরে দাখিলে ১জন ছাত্র গোল্ডেন এ প্লাস পেয়েছে উক্ত ছাত্র রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এ ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরকে মনোরম পরিবেশে আরো সুন্দর পাঠ দান করার জন্য অনুরোধ করেন। তিনি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করবেন বলেও পরিচালক অধ্যক্ষ কামরুজ্জামানকে অবহিত করেন।

শেয়ার করুন