মৌলভীবাজারে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (৩১ জুলাই) রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাইম এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার মোকামবাজার এলাকা থেকে সাহেদ আহমদ (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত সাহেদ এর হেফাজত থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। গ্রেপ্তারকৃত সাহেদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত সাহেদ আহমদ এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার ১ অক্টোবর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন