শান্ত হোসেন ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারার কৃতি সন্তান মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক জীবন রহমান মোহনের পক্ষ থেকে ভেড়ামারা প্রেসক্লাবকে উপহার হিসেবে একটি স্মার্ট টেলিভিশন প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকেলে ভেড়ামারা প্রেসক্লাবে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর কর্মকর্তা ও সদস্যগণ জীবন রহমান মোহনের পক্ষ থেকে এই উপহার ভেড়ামারা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এ সময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার মোঃ আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক ও ওমর ফারুক, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, সমাজ কল্যাণ সম্পাদক মোহন আলী, সদস্য কমরেড আরিফ, তূর্য হোসেন, মোঃ শাকিল হোসেন, লিটন উজ্জামান, মোহাম্মদ স্মরন প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জীবন রহমান মোহন প্রেরিত প্রতিনিধি দলে একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর উন্নয়ন সম্পাদক মোঃ হিমেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তাইয়্যেবা তাবাসসুম টুকটুকি, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, সহ প্রচার সম্পাদক আশিক আহমেদ, সদস্য মিথুন রহমান প্রমূখ প্রতিনিধিত্ব করেন।