মোঃ শফিকুল ইসলাম দুলাল, ঠাকুরগাঁও
প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পরিষদের এডিপি’র অর্থায়নে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজের চেক বিতরণ করা হয়। ১ আগস্ট মঙ্গলবার জেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহঃসাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীর, সংরক্ষিত আসনের সদস্য আফসানা আখতার, মোছাঃসাবিনা ইয়াসমিন, সদস্য মোস্তাফিজুর রহমান, আনিসুজ্জামান, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ। এ সময় জেলা পরিষদের ২২-২৩ অর্থ বছরের এডিপির মোট বরাদ্দ ৫ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার ৩৩৩টি প্রকল্পের মধ্যে ১২০টি প্রকল্পের মোট ৭৭ লাখ ৯ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।