প্রতিবেদক,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জেলা গোয়েন্দা শাথা (ডিবি) এসআই তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকা থেকে দ্বীপ নারায়ণ কানু নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত দ্বীপ নারায়ন এর হেফাজত থেকে ৮শ” গ্রাম গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা। গ্রেপ্তারকৃত দ্বীপ নারায়ণ কানু উপজেলার বরমচাল চা বাগানের বলদেব কানুর পুত্র।
জেলা গোয়েন্দা শাথার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত দ্বীপ নারায়ন কানু একজন চিহৃত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।