পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ
রংপুর পীরগঞ্জে আপন বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা মামলার প্রধান আসামী ছোট ভাই মৃত্যু: আব্দুল গাটু রহমানের ছেলে মহিবুল ইসলাম (৩৩) এবং ভগ্নিপতি আপেল উদ্দিনের ছেলে আবদুল মালেক (৩৫) কে ঢাকা মহানগরীয় উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে। র্যাব – ১৩ রংপুরের সহকারী পরিচালক মিড়িয়া ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির। গত ৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান৷ বিজ্ঞপ্তিতে আরো জানান, গত ২৫ জুলাই মধ্যে রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ওসমানপুর গ্রামের নিহতের ছোট ভাই মহিবুল ইসলাম ও ভগ্নিপতি মালেকের সাথে নিহত হেলাল মিয়া (৪০) মাদক ব্যবসার কাজে বাধা নিষেধ করলে আসামীদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে আসামীদ্বয় হেলালকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৬ জুলাই পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ৷ ঘটনার পর থেকেই আসামীগন পলাতক থাকলে আইন সংস্থা বাহিনীর বিশেষ অভিযানে ঢাকা উত্তরা থেকে নিহতের ছোট ভাই মহিবুল ইসলাম ও আব্দুল মালেককে গ্রেফতার করে। র্যাব-১৩ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় ভিকটিম হেলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাতের মাধ্যমে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়। আসামীদেরকে রংপুরের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে জানা গেছে।