রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
দেশের দুঃস্হ বেওয়ারিশ মানুষদের সেবা দানে “বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন বাংলাদেশ” এর উদ্যোগে বেওয়ারিশ চিকিৎসা ও পূর্নবাসন হাসপাতাল কেন্দ্রের কাজের উদ্ভোধন করা হয়। নগরীর ইপিজেড এলাকায় বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক আব্দুল ওয়াদুদ চৌধুরী ও রাশেদা ওয়াদৃদ চৌধুরী দানকৃত জমির উপর নির্মিত হবে এই সেবা কেন্দ্র। গতকাল ২ আগষ্ট বিকালে বেওয়ারিশ চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাথে উপস্হিত ছিলেন বেওয়ারিশদের অভিভাবক মোঃ শওকত হোসেন পিপিএম। উদ্ভোধনকালে সংগঠসের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন,দেশে হাজারো অবহেলিত মানুষ রয়েছে যাদের ওয়ারিশ কেহ নেই,তারা নানান রোগে আক্রান্ত হয়ে রাস্তার পাশে,মার্কেটের সামনে,হাটবাজারে খোলা আকাশের নিচে পড়ে থেকে ধুঁকে ধুঁকে মরছে,তাদের সেবা দানে এগিয়ে এসেছে মানবিক শওকত হোসেন পিপিএম,তাঁরই গড়া বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তার পাশথেকে তুলে নিয়ে শত শত বেওয়ারিশ সেবা দিয়ে এসেছে, তাই স্হায়ীভাবে এই সেবা হাসপাতাল কেন্দ্রটি খুবই প্রয়োজন ছিল,খুব শ্রিগ্রি কেন্দ্রের নির্মান কাজ সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। উদ্বোধনকালে আরো উপস্হিত ছিলেন জমিদাতা আব্দুল ওয়াদুদ চৌধুরী, রাশেদা ওয়াদুদ চৌধুরী, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ,স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।