মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় গাছ চোরচক্রের সক্রিয় সদস্য চুরি মামলায় ৩ বছরের দন্ড প্রাপ্তসহ আসামি শাহেল খানকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এছাড়াও গ্রেপ্তারকৃত শাহেল খানের বিরুদ্ধে আরো ৮টি মামলা আদালতে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ই আগস্ট ) মধ্যরাতে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাছ চোরচক্রের দন্ড প্রাপ্ত আসামি শাহেল খানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শাহেল খান উপজেলার রাৎগাঁও গ্রামের সুরুজ খানের ছেলে।
কুলাউড়া থানা সুত্রে জানা যায়, কুলাউড়া থানার জিআর ১২৫/১২ মামলায় পেনাল কোডের ৩২৪ ধারায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ৩০৭ ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ডসহ ১০ হাজার টাকার অর্থদন্ড নিয়ে পলাতক ছিল গ্রেপ্তারকৃত শাহেল খান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত দন্ড প্রাপ্ত আসামি শাহেল খান এলাকার চিহ্নিত রাবার ও গাছ চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে কুলাউড়া থানায় ৮ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত শাহেলকে সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়ায় গাছ চোরচক্রের একাধিক মামলার আসামি শাহেল গ্রেপ্তার
শেয়ার করুন