শ্রীমঙ্গলে নানান আয়োজনে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ, আলোচনা সভা ও বৃক্ষ রোপন অনুষ্টিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্ধীপ তালুকদারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো, জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল স্বাস্থ্য-পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমূখ, সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

শেয়ার করুন