শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে বীর মিক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আজ ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন।উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক মিলনায়তনে সকাল ১০টা৩০মিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে ক্যাপ্টেন শহীদ শেখ কামালের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সাহা, চরফ্যাশন প্রেসক্লাবের সিনি: সহ সভাপতি আবু সিদ্দিক, সহ সভাপতি আমির হোসেন, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, কালের কন্ঠের প্রতিনিধি কামরুল সিকদার, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, দেশের কন্ঠের প্রতিনিধি নুরুল্লাহ ভুইয়া।

শেয়ার করুন