এস এম নুরুল আমিন জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবহিকতায় আজ ০৬ই আগস্ট ২০২৩ তারিখ রোজ রবিবার সকাল ০৮ঃ০০ ঘটিকায় সন্মানিত নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা,পেশাদারিত্ব, ও কল্যাণের নিমিত্তে এবং সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন পদস্তরের বিভিন্ন ক্যাটাগরির মালামালের যথাযথ ব্যবহারের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয় । বৃষ্টির কারনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত কিট প্যারেড পরিদর্শন ও সালামি গ্রহন করেন পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যকে সরকারি বিভিন্ন মালামাল যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রতি বিনষ্ট করতে না পারে সে সব বিষয়ে সুনির্দিষ্ট প্রেরনা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন। উক্ত কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) জনাম ইস্রাফিল হাসান সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।