স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।রবিবার ০৬আগষ্ট) সকাল ০৭ঘটিকায় সময় মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক এর সঞ্চালনায় মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।সুসজ্জিত অভিবাদনের মধ্য দিয়ে মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস(গুড সার্ভিস)মার্ক প্রদান করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি সকাল ০৯:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন। এ সময় তিনি জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় জেলার বাহুবল থানায় কর্মরত থাকা অবস্থায় মৃত্যুবরণকারী কনস্টেবল/আতিকুল ইসলাম এর মায়ের হাতে জেলা পুলিশের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং নিহতের পরিবারের খোঁজখবর নেন। পরে পুলিশ সুপার মহোদয় অত্র জেলায় কর্মরত কনস্টেবল/মোঃ বশির আহমেদ অবসর জনিত ছুটির ভোগের উদ্দেশ্যে বিদায় উপলক্ষে শুভেচ্ছা জানান। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। এরপর ১২:০০ ঘটিকায় সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ গ্রহণ করেন। এ সময় তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত ও ক্রেস্ট প্রদান করেন। উক্ত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন (বানিয়াচং সার্কেল)অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ খলিলুর রহমান, (বাহুবল সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের,(মাধবপুর সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী,হবিগঞ্জ জেলা পুলিশ মেডিকেল অফিসার ডাঃ তামান্না বেগম, পুলিশ হাসপাতাল সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)তোয়াহা ইয়াছিন হোসেন সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।