মনপুরায় টানা বর্ষণে পানিবন্দি ১০ গ্রামের মানুষ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার মনপুরা উপজেলার জনজীবন। বৃষ্টির কারণে গৃহবন্দি হয়ে পড়েছেন মানুষ। দুর্ভোগে পড়েছেন খেটেখাওয়া শ্রমজীবীরা। মনপুরায় চারদিন ধরে পানিবন্দি ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। সরকারিভাবে কোনো সাহায্য-সহযোগিতা না পাওয়ায় তাদের মধ্যে হাহাকার বিরাজ করছে। অটোরিকশাচালক মো. জামাল বলেন, ভারি বৃষ্টিতে লোকজন ঘরের বাইরে না আসায় রিকশায় অলস বসে আছি। বৃষ্টির কারণে পত্রিকা বিলি করতে পারেননি হকার মো. কবির হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, নিম্নাঞ্চলের কিছু আউশ ধানের জমি তলিয়ে গেছে। বৃষ্টি উপেক্ষা করেই জেলেদের মাছ শিকার করতে দেখা গেছে। মেঘনার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো সরকারিভাবে কোনো সাহায্য-সহযোগিতা না পাওয়ায় হাহাকার বিরাজ করছে দুর্গত এলাকার মানুষের মধ্যে। চুলায় হাঁড়ি না ওঠায় কেউ পানি, কেউ মুড়ি খেয়ে কোনোমতে দিনযাপন করছেন। এদিকে মনপুরা উপজেলা থেকে বিচ্ছিন্ন ভেড়িবাঁধহীন চরকলাতলীর অবস্থা একই। সেখানে বসবাসরত ২০ হাজার মানুষের বেশিরভাগ চারদিন ধরে পানিবন্দি অবস্থায় কাটাচ্ছেন। সেখানকার মানুষও অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছেন। হাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. অলি উল্ল্যাহ কাজল বলেন, পানিবন্দি অবস্থায় রয়েছে ৫টি গ্রাম। সরকারিভাবে সাহায্য এলে তালিকা করে সহযোগিতা করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক জানান, সরেজমিন ঘুরে তালিকা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন