সিরাজুল ইসলাম ঠাকুর গাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫০০ গ্রাম গাঁজাসহ মোক্তার হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ সোমবার (৭ আগষ্ট) থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টার সময় উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজারে তাহার পান দোকানের ভিতরে ৫০০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত, মোক্তার হোসেন উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত: মাজেদ আলীর ছেলে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সকালের সময়কে জানান, ৫০০ গ্রাম গাঁজাসহ মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বের ০৩ টি মাদক মামলা রয়েছে।