মৌলভীবাজারে পুলিশের কিট প্যারেড অনুষ্টিত


এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে জেলা পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সদের কিট প্যারেড অনুষ্টিত হয়েছে।
সোমবার ( ৭ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স এর ড্রিল শেডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
এসময় প্যারেডে উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। এসময় পুলিশ সুপার সঠিকভাবে পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

শেয়ার করুন