এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে শ্রীমঙ্গলে আগামী ৯ আগস্ট ২য় ধাপের ৪র্থ পর্যায়ের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আরো ১৬২ গ্রহহীন পরিবার পাবেন তাদের আপন ঠিকানা। ইতমধ্যে ৯৬০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হয়েছে। ৯ আগস্ট ১৬২ পরিবারকে ঘরের ছাবি জমির দলিল হস্তান্তরের মধ্য দিয়ে এ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
সোমবার (৭ আগস্ট) কিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্ধীপ তালুকদার সাংবাদিকদের জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ আগস্ট সকাল ৯ ঘটিকায় সারা দেশে একযোগে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের গৃহ হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করবেন। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে শ্রীমঙ্গল উপজেলার ১৬২টি ভূমিহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে এবং এর মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার মোট ৯৬০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হবে।
ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের ৯টি জেলার সকল উপজেলাসহ ২১১টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। শ্রীমঙ্গলে ৯৬০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন।
শ্রীমঙ্গলে আরো ১৬২ পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মধ্য দিয়ে ঘোষণা হবে ভূমিহীন মুক্ত
শেয়ার করুন