মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসায়ীকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। সোমবার (৭ আগস্ট) রাতে সাভার পৌরসভার ভাগলপুর সিরামিক্স এলাকায় হৃদয় শর্মা ফার্মেসি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হৃদয় শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের সূত্রে জানা যায়, ওষুধের দোকানের আড়ালে মাদক বেচা-কেনার করে আসছিলেন হৃদয় শর্মা। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ওধুষের দোকানে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার এএস আই এনায়েত বলেন, হৃদয় শর্মা ওষুধ ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। ৯৯৯ এ এলাকাবাসীর কল পেয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। হৃদয়ের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।